তিনি দুবাই যাচ্ছিলেন।
Published : 19 Sep 2024, 02:03 PM
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে দুবাইগামী ইউএস বাংলার একটি ফ্লাইট থেকে জাকির হোসেন নামে ওই যাত্রীকে আটক করা হয়।
বিমান বন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইউএস বাংলার (বিএস-৩৪৩) ফ্লাইটটি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাবার কথা। জাকির হোসেন ঢাকা থেকে বিমানে উঠেছিলেন।
চট্টগ্রামে বিমানটি অবতরণের পর গোপন সংবাদের ভিত্তিতে এনএসআই, শুল্ক গোয়েন্দা ও বিমান বন্দর নিরাপত্তা শাখার সদস্যরা জাকিরকে তল্লাশি করে এসব বিদেশিক মুদ্রা উদ্ধার করে।
উদ্ধার করা মুদ্রাগুলোর মধ্যে রয়েছে সাত লাখ ৭০ হাজার সৌদি রিয়েল, ৪৬ হাজার দিরহাম। বাংলাদেশি টাকায় এসব মুদ্রার পরিমাণ ২ কোটি ৪৪ লাখ ৮০ হাজার টাকা।
জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে ইব্রাহিম জানান, ঢাকার বংশালের বাসিন্দা জাকির প্রায় সময় মধ্যপ্রাচ্যে যাতায়াত করেন।
তার বিরুদ্ধে পতেঙ্গা থানায় মানি লন্ডারিং আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।