আমীর খসরু বলেন, আওয়ামী লীগকে যদি বাতিল করতে হয় রাজনৈতিকভাবে, সেটা নির্বাচনের মাধ্যমে করা সবচেয়ে সহজ।
Published : 11 Nov 2024, 09:44 PM
দেশে বিভিন্ন ধরনের রাজনৈতিক ‘খেলা’ চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার বিকালে চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বিভিন্ন ধরনের রাজনৈতিক খেলাধুলা চলছে বাংলাদেশে। অনেকে আমাকে বলেন, আবার কী শুরু হয়েছে দেশে? আমি বলেছি, চিন্তার কোনো কারণ নেই। খেলাধুলা যারা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না। তারা বিএনপির শক্তি বুঝতে পারছে না।”
তিনি বলেন, “এই বিএনপি সেই বিএনপি না। এই বিএনপি অনেক শক্তিশালী অবস্থানে, এর শেকড় অনেক গভীরে চলে গেছে। এই বিএনপিকে টলানোর সাধ্য কারও নেই।”
বাংলাদেশের মানুষ তাদের মালিকানা ফিরে পাওয়ার অপেক্ষায় আছে মন্তব্য করে সাবেক মন্ত্রী আমীর খসরু বলেন, “তারা ভোটাধিকার প্রয়োগের অপেক্ষা করছে, তার নির্বাচিত সংসদ, সরকার গঠনের জন্য অপেক্ষা করছে, যে নির্বাচিত সংসদ ও সরকার জনগণের কাছে জবাব দেওয়ার জন্য দায়বদ্ধ থাকবে।
“অন্য কোনো সরকার দায়বদ্ধ থাকবে না। কারণ, তাদের তো জনগণের কাছে যেতে হবে না। বিএনপিকে যেতে হবে। যারা রাজনীতি করে তাদের যেতে হবে। সুতরাং জনগণের প্রত্যাশা পূরণ করতে হলে বাংলাদেশকে অতিসত্তর একটি নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধি নির্বাচিত করতে হবে।”
আমীর খসরু বলেন, “যত তাড়াতাড়ি সম্ভব একটি নির্বাচিত সরকার দরকার। আওয়ামী লীগকে যদি বাতিল করতে হয় রাজনৈতিকভাবে, সেটা নির্বাচনের মাধ্যমে করা সবচেয়ে সহজ। সেই বাতিল হবে পার্মানেন্ট বাতিল। অন্য বাতিলে কাজ হবে না। আপনি অন্য কোনো প্রক্রিয়ায় বাতিলে গেলে, সেই বাতিল কিন্তু সাময়িক কাজ করবে, দীর্ঘমেয়াদে কাজ করবে না।”
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম সম্মিলিত পেশাজীবী পরিষদ আলোচনা সভা, পেশাজীবী সমাবেশ ও চট্টগ্রামের নতুন মেয়র শাহাদাত হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়।
সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক সাংবাদিক জাহিদুল করিম কচির সভাপতিত্বে এবং সদস্য সচিব খুরশীদ জামিল চৌধুরীর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, মেয়র শাহাদাত হোসেন ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ।