চট্টগ্রামে বেলা’র মামলায় একজন কারাগারে

নগরীর ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর মো. জহুরুল আলম জসিমকে প্রধান আসামি করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Jan 2023, 04:20 PM
Updated : 28 Jan 2023, 04:20 PM

চট্টগ্রামে পাহাড় কাটা ও খাল ভরাট পরিদর্শনে গিয়ে বেলা’র সদস্যদের ওপর পাথর নিক্ষেপের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার বিকালে নগরীর ফিরোজশাহ আবাসিক এলাকা থেকে আবু নোমানকে (৪০) গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে আকবর শাহ থানার ওসি ওয়ালি উদ্দিন আকবর জানান।

ওইদিন দুপুরে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের নেতৃত্বে একটি দল চট্টগ্রাম নগরীর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের লেকসিটি আবাসিক এলাকায় পাহাড় কাটা পরিদর্শনে গিয়ে বাধার মুখে পড়েন। এ সময় তাদের ওপর পাথর নিক্ষেপের করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

পরে মামলায় বেলা অভিযোগ করে, উত্তর পাহাড়তলীর সুপারি বাগান এলাকায় অবৈধভাবে পাহাড় কাটা এবং কালির ছড়া খাল ভরাট ও স্থাপনা নির্মাণ সরেজমিনে পরিদর্শনে গেলে ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর মো. জহুরুল আলম জসিমের নেতৃত্বে বেশ কয়েকজন বাধার সৃষ্টি করে এবং আক্রমণাত্বক অঙ্গভঙ্গি প্রদর্শন করে। তারা বারবার পরিদর্শনকারীদের কেন এসেছেন, কোথা থেকে এসেছেন ইত্যাদি প্রশ্ন করতে থাকেন।

এসময় তারা বায়েজিদ লিংক রোডে চলে গেলে গাড়িতে ওঠার সময় তাদের লক্ষ্য করে ইট ছোঁড়া হয় বলে অভিযোগ করা হয়।

মামলায় জসিমসহ সাতজনের নাম উল্লেখ করা হয়েছে।

তবে এসব অভিযোগ বৃহস্পতিবারই অস্বীকার করেছিলেন মামলার প্রধান আসামি কাউন্সিলর জসিম।

শনিবার এ ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে দেশের ৫২ জন মানবাধিকার ও পরিবেশকর্মী।

আরও পড়ুন

Also Read: চট্টগ্রামে পাহাড় কাটা পরিদর্শনে বাধার অভিযোগ

Also Read: চট্টগ্রামে বেলা কর্মকর্তাদের বাধাদানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি