বাসা থেকে নিহত ওসমানকে ৭ থেকে ৮ জন লোক ধরে নিয়ে যায় বলে পরিবারের অভিযোগ।
Published : 12 Dec 2024, 03:41 PM
চট্টগ্রামের আউটার রিং রোড থেকে শাহ আমানত বিমানবন্দরের এক কর্মচারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
যাকে বাসা থেকে ধরে নিয়ে গিয়ে ‘হত্যা’ করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবারের অভিযোগ।
বৃহস্পতিবার সকালে আউটার রিং রোড থেকে ৪০ বছর বয়সী ওসমান সিকদারের মরদেহ উদ্ধার করে পতেঙ্গা থানা পুলিশ।
ওসমানের বাড়ি হাটহাজারীর মেখল ইউনিয়নে; সেখানে তার পরিবার থাকলেও ওসমান বিমানবন্দর এলাকায় একটি বাসায় থাকতেন বলে তার বড় ভাই এমরান সিকদার জানিয়েছেন।
নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার কাজী মো. তারেক আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জরুরি সেবা ৯৯৯ নম্বরে এক ব্যক্তি নিখোঁজ থাকার তথ্য ছিল। পরে খোঁজ খবর নিয়ে লাশের ছবি তার স্বজনের কাছে পাঠানোর পর তারা পরিচয় নিশ্চিত করে।“
লাশের মাথায় ‘জখমের চিহ্ন’ ছিল জানিয়ে পুলিশ কর্মকর্তা তারেক আজিজ বলেন, ময়নাতদন্তের প্রতিবেদনের পর ওসমানের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
এমরান সিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের প্রতিবেশী এক যুবকও গতরাতে ওসমানের বাসায় ছিলেন। রাত আড়াইটা তিনটার দিকে সাত থেকে আট জন লোক এসে ওসমান আর ওই প্রতিবেশীকে বাসা থেকে ধরে নিয়ে যায়।
প্রতিবেশী যুবকের বরাত দিয়ে এমরান সিকদার বলেন, “রাতে দুই জনকে বাসা থেকে নিয়ে যাবার সময় ওসমানকে মারধর করতে করতে নিয়ে যাওয়া হয়েছিল। সাথে ছেলেটিকেও মারধর করা হয়েছিল।”
পরে ওই প্রতিবেশীকে তারা ছেড়ে দেয় বলে জানিয়েছেন এমরান।