ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতার পট পরিবর্তনের পর থেকে পুলিশে ব্যপক রদবদল চলছে।
Published : 10 Sep 2024, 01:52 PM
চট্টগ্রাম জেলার পাঁচ থানায় নতুন ওসি দায়িত্ব পেয়েছেন।
জেলার পুলিশ সুপার রায়হান উদ্দিন খান সোমবার এসব বদলির আদেশ জারি করেছেন।
পরির্দশক নুর আহমদকে ফটিকছড়ি, নজরুল ইসলামকে দক্ষিণ রাঙ্গুনিয়া, গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. কামরুজ্জামানকে রাঙ্গুনিয়া, আবু জায়েদ মো. নাজমুন নূরকে পটিয়া, সাইফুল ইসলামকে বাঁশখালী এবং শেখ মাহবুবুর রহমানকে সন্দ্বীপ থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে।
ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ অগাস্ট সরকার পতনের পর পুলিশে ব্যপক রদবদল শুরু হয়। ১ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলায় নতুন পুলিশ সুপার যোগদানের পরদিন রাঙ্গুনিয়া, জোরারগঞ্জ, দক্ষিণ রাঙ্গুনিয়া, ভুজপুর, লোহাগাড়া ও সীতাকুণ্ড থানা ছাড়া অন্য ১২ থানার ওসি প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
থানা থেকে আসামি পলায়নের ঘটনায় সোমবার লোহাগাড়া থানার ওসি রাশেদুল ইসলামকেও বদলি করা হয়।
এদিকে পুলিশ সদর দপ্তরের এক আদেশে প্রত্যাহার হওয়া ১৩ ওসি এবং আগে ওসির দায়িত্ব পালন করা পাঁচ ওসিসহ ১৭ জনকে পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি করা হয় সোমবার।