পতেঙ্গায় নৌযান ডুবি: নিখোঁজ দুই শ্রমিকের লাশ উদ্ধার

চার শ্রমিকের মধ্যে দুজন এখনও নিখোঁজ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Feb 2024, 03:15 PM
Updated : 29 Feb 2024, 03:15 PM

বঙ্গোপসাগরের পতেঙ্গা এলাকায় বালুবাহী বাল্কহেড উল্টে নিখোঁজ দুই যুবকের লাশ সীতাকুণ্ড উপকূল থেকে উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার উপজেলার বাঁশবাড়িয়া ও আকিলপুর এলাকা থেকে লাশ দুইটি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া দুজন হলেন- আব্দুল মান্নান (২৬) ও নবী হোসেন (১৮)। বালুবাহী বাল্কহেডের এ দুই শ্রমিকের বাড়ি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বালুরচর সবুজগ্রামে।

নৌ পুলিশের কুমিরা ফাঁড়ির পরিদর্শক নাছির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাগরের পানিতে লাশ দুইটি ভেসে তীরে এসেছিল। সকালে আকিলপুর এলাকা থেকে নবী হোসেনের এবং বিকালে বাঁশবাড়িয়া এলাকা থেকে মান্নানের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ কর্মকর্তা নাছির জানান, গত ২৫ ফেব্রুয়ারি কর্ণফুলী নদীর কালুরঘাট থেকে বাল্কহেডে বালু নিয়ে সন্দ্বীপ যাচ্ছিলেন চারজন। পতেঙ্গা এলাকায় বঙ্গোপসাগরের ঢেউয়ে বাল্কহেডটি উল্টে চারজনই নিখোঁজ হয়। তাদের মধ্যে বৃহস্পতিবার দুজনের লাশ উদ্ধার করা হয়েছে, বাকি দুজন এখনও নিখোঁজ।