চট্টগ্রামে হত্যার দুই যুগ পর দুই আসামির যাবজ্জীবন

অভিযোগ প্রমাণ না হওয়ায় মামলার আরেক আসামিকে খালাস দেওয়া হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Nov 2022, 02:00 PM
Updated : 27 Nov 2022, 02:00 PM

চট্টগ্রামের চন্দনপুরায় ২৪ বছর আগে এক কলেজছাত্রকে খুনের ঘটনায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। অভিযোগ প্রমাণ না হওয়ায় আরেক আসামিকে খালাস দেওয়া হয়েছে।

রোববার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল ইসলাম ভুঞা এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, মো. রফিক ও আজিম উদ্দিন। এদের মধ্যে রফিক কারাবন্দি ও আজিম পলাতক। খালাস পাওয়া আসামি হলেন অনুপ মল্লিক।

ওই আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক দুইজনকে যাবজ্জীবন দণ্ডাদেশ এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে প্রত্যেককে আরও এক বছর করে বিনাশ্রম দণ্ডাদেশ দিয়েছেন।”

মামলার বিবরণ থেকে জানা যায়, ১৯৯৮ সালের ১৬ নভেম্বর বিকালে চট্টগ্রাম মহানগরীর চন্দনপুরা এলাকায় নিজ বাসার সামনে কলেজছাত্র এম এ মাসুদ চৌধুরীকে গুলি করে হত্যা করে দুর্বত্তরা।

এ ঘটনায় নিহতের চাচা এম এ হারুন চৌধুরী কোতয়ালী থানায় একটি হত্যা মামলা করেন।

তদন্ত শেষে তিনজনকে আসামি করে ১৯৯৯ সালের ৩০ অক্টোবর আদালতে অবিযোগপত্র জমা দেয় পুলিশ। ২০০১ সালের ১৮ ফেব্রুয়ারি তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মামলার রায় ঘোষণা হল।