গত বৃহস্পতিবার রাতে শাটলের ছাদে করে ক্যাম্পাসে যাওয়ার সময় গাছের সঙ্গে ধাক্কা লেগে শিক্ষার্থীসহ অন্তত ১৫ জন আহত হন।
Published : 07 Feb 2024, 08:12 AM
শাটল ট্রেনের বগি বৃদ্ধিসহ শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন ও পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ।
মঙ্গলবার বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় এই কর্মসূচি পালন করে তারা।
সমাবেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি প্রত্যয় নাফাক বলেন, “আমরা শাটলের বগি বৃদ্ধি এবং এখনও বন্ধ পড়ে থাকা হলগুলো খুলে দেওয়ার দাবিতে মাঠে নেমেছি।”
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন বঙ্গবন্ধু হল উদ্বোধন করা হয় ২০১৫ সালে এবং ২০১৬ সালে অতীশ দীপঙ্কর হল উদ্বোধন করা হয়। উদ্বোধনের প্রায় ৯ বছর পরও হল দুটি চালু করতে পারেনি কর্তৃপক্ষ।
পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি নরেশ চাকমা বলেন, “আমাদের আবাসন সংকট নিরসন হলে শিক্ষার্থীদের টিউশন করতে শহরে যাওয়ার প্রয়োজন হত না। অতিরিক্ত ঘর ভাড়া দিতেই তাদের টিউশন করতে হয়। আর শাটলে পর্যাপ্ত বগি থাকলে এরকম দূর্ঘটনাটাও ঘটত না।”
গত বৃহস্পতিবার রাতে শাটলের ছাদে করে ক্যাম্পাসে যাওয়ার সময় গাছের সঙ্গে ধাক্কা লেগে শিক্ষার্থীসহ অন্তত ১৫ জন আহত হন। এতে বিক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ভাংচুর ও অগ্নিসংযোগ করে।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)