চট্টগ্রামের হালিশহরে ব্যাংকে অগ্নিকাণ্ড

ছুটির দিনে সেখানে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Jan 2023, 07:30 AM
Updated : 6 Jan 2023, 07:30 AM

চট্টগ্রামের হালিশহরে ইস্টার্ন ব্যাংকের একটি শাখায় আগুন লেগে আসবাবপত্র পুড়ে গেছে।  

ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের সাতটি গাড়ি পৌনে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ হারুণ পাশা জানান, শুক্রবার বেলা সোয়া ১২টার দিকে হালিশহর থানাধীন বড়পুল এলাকায় একটি ছয়তলা ভবনের দোতলায় ইস্টার্ন ব্যাংকের হালিশহর শাখায় আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস কর্মীরা বেলা ২টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। দোতলায় ব্যাংক ছাড়া অন্য কোথাও আগুন ছড়াতে পারেনি।

“আগুনে ব্যাংকের বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেলেও ভল্ট অক্ষত ছিল। কেউ হতাহত হননি এ ঘটনায়।”

 তবে ছুটির দিনে সেখানে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।