লঞ্চের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়, সে সময় লঞ্চে কোনো যাত্রী ছিলেন না।
Published : 23 Apr 2024, 02:50 PM
রাজধানীর শ্যামবাজার ঘাটে নোঙ্গর করে থাকা বিআইডব্লিউটিএর একটি লঞ্চে অগ্নিকাণ্ড ঘটেছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, মঙ্গলবার বেলা ১টার দিকে এমভি বাঙালি লঞ্চে আগুন লাগার খবর পান তারা।
সদরঘাট ফায়ার স্টেশনের দুটি এবং পোস্তগোলা ফায়ার স্টেশনের তিনটি ইউনিট বেলা পৌনে ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে বলে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনোয়ারুল হক জানান।
লঞ্চের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয় জানিয়ে তিনি বলেন, আগুন লাগার সময় লঞ্চে কোনো যাত্রী ছিলেন না। আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।