শনিবার সম্মেলন থেকে চট্টগ্রাম জেলার কমিটি ঘোষণা করা হবে।
Published : 24 Jan 2025, 09:57 PM
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চট্টগ্রাম জেলা সংসদের ঊনবিংশ সম্মেলন শুরু হয়েছে।
‘আমরা তো লড়ছি সমতার মন্ত্রে; থামবো না কখনোই শত ষড়যন্ত্রে’ স্লোগান নিয়ে এবারের সম্মেলন হচ্ছে।
শুক্রবার বিকেলে জাতীয় সংগীতের মধ্য দিয়ে নগরীর থিয়েটার ইনস্টিটিউট প্রাঙ্গণে দু’দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন হয়। এরপর সংগঠনের পতাকা উত্তোলন এবং বেলুন ওড়ানো হয়।
সম্মেলন উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক ঘুরে সম্মেলন স্থলে এসে শেষ হয়।
শনিবার সম্মেলনের দ্বিতীয় দিনে সাংগঠনিক অধিবেশন থেকে জেলা কমিটি ঘোষণা করা হবে।
আলোচনা পর্বে সম্মেলনের উদ্বোধক উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সহসভাপতি হাবিবুল আলম বলেন, “মুক্তিযুদ্ধ, গণতান্ত্রিক এবং সাম্প্রদায়িকতাবিরোধী সকল আন্দোলনে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ভূমিকা অগ্রগণ্য। সমাজের সকল কলুষতা ও কুসংস্কার দূরীকরণ এবং অপসংস্কৃতির বিরুদ্ধে জাগরণে শুদ্ধ এবং সুস্থ সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই।
“দেশের শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার আদায়ের লড়াই এবং মুক্তিযুদ্ধের অঙ্গীকার বাস্তবায়নে প্রগতিশীল আন্দোলনকে বেগবান করতে হবে এবং সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে মানবিক মূল্যবোধ সম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে হবে।”
সভাপতির বক্তব্যে উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক জসিম চৌধুরী সবুজ বলেন, “সময়টা এখন কঠিন ও জটিল। ৭১ এ দেশ স্বাধীন হলেও সেই স্বাধীনতার অর্জন ধরে আমরা রাখতে পারিনি। সেজন্যই দেশে একের পর এক স্বৈরাচারী শাসনব্যবস্থা দেখেছে জনগণ।
“উদীচী সবসময় গণতন্ত্রের কথা বলে। শোষণমুক্ত বৈষম্যমুক্ত সমাজের কথা বলে। সেই আদর্শিক জায়গা থেকে উদীচী সব সময় তার লড়াই চালিয়ে যাবে।”
এসময় উদীচী কেন্দ্রীয় সহসভাপতি মোল্লা হাবিবুর রসুল মামুন, সরওয়ার কামাল রবিন, কেন্দ্রীয় সংসদের সদস্য মোস্তাফিজুর রহমান, জেলা সম্মেলন প্রস্তুতি পরিষদের আহ্বায়ক সুনীল ধর, জেলা সংসদের সহসভাপতি ডা. অসীম চৌধুরী এবং উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অসীম বিকাশ দাশ বক্তব্য দেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানে উদীচী শিল্পীরা সংগীত পরিবশন করেন এবং নৃত্য পরিবেশন করে সঞ্চারী নৃত্যকলা একাডেমি।
আরও পড়ুন-
রবীন্দ্র নজরুল সুকান্ত স্মরণে চট্টগ্রাম উদীচী