মসজিদের দান বাক্স ভেঙে অর্থ লুট

চট্টগ্রামের শতবর্ষী প্রাচীন একটি মসজিদের দান বাক্স ভেঙে টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Dec 2021, 03:03 PM
Updated : 5 Dec 2021, 03:03 PM

রোববার ভোররাতে উপজেলার শ্রীপুর বুড়া মসজিদে এ চুরির ঘটনা ঘটে।

বোয়ালখালী থানার ওসি আব্দুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দান বাক্স ভেঙে টাকা চুরির অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে তারা সংগ্রহ করেছে।”

কী পরিমাণ টাকা চুরি হয়েছে, সেটা নিশ্চিত হওয়া যায়নি বলে জানান ওসি।

স্থানীয়রা জানায়, শ্রীপুর বুড়া মসজিদে চট্টগ্রামসহ আশেপাশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন অনেক লোক আসে মসজিদে নামায আদায় এবং মানত নিয়ত নিয়ে। তারা টাকা-পয়সা দান করে থাকেন। এসব দান বাক্সে মুসলমানদের পাশাপাশি অন্যান্য সম্প্রদায়ের লোকজনও টাকা পয়সা দান করে থাকেন।

মসজিদের মোতওয়াল্লি নুরুন্নবী চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মসজিদে ১৭টি ছোট এবং পাঁচটি বড় দান বাক্স আছে। দুইটি বড় দান বাক্স মসজিদের ভেতরে গেইটের সাথে লাগানো অবস্থায় থাকে।

তার মধ্যে একটি দান বাক্স ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে।

নুরুন্নবী জানান, মসজিদের ইমাম, মুয়াজ্জিনসহ কিছু মুসল্লি ভোরে নামাজ পড়তে গিয়ে দেখেন দান বাক্সের দান বাক্সের তালা ভাঙা। মসজিদের দক্ষিণ পূর্ব দিকে গ্রিলও কাটা।

তিনি জানান, সিসি ক্যামেরার ভিডিওতে ভোর রাত ৩টার দিকে ট্রাউজার ও গেঞ্জি পরিহিত মুখে কাপড় লাগানো অবস্থায় এক ব্যক্তিকে দান বাক্স থেকে টাকা নিতে দেখা গেছে। গ্রিল কাটার সরঞ্জামও পড়ে ছিল, যা পুলিশকে জানানো হয়েছে।

প্রতি বছর উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে এই মসজিদের দান বাক্স খুলে টাকা গণনা করা হয়।