বিতর্কিত টিনু কারাগারে থেকে কাউন্সিলর নির্বাচিত

নানা কারণে বিতর্কিত নুর মোস্তফা টিনু কারাগারে থেকে ভোটে লড়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর হতে যাচ্ছেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Oct 2021, 03:33 PM
Updated : 7 Oct 2021, 03:56 PM

নুর মোস্তফা টিনু

সাতবারের কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টুর মৃত্যুতে বৃহস্পতিবার চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর পদে উপনির্বাচনে ভোটগ্রহণ হয়। এতে প্রার্থী ছিলেন ২১ জন।

১৫টি কেন্দ্রে ভোট গণনা শেষে রাতে জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মোহা: জাহাঙ্গীর হোসেন ফল ঘোষণা করেন।

ওয়ার্ডে মোট ৩২ হাজার ৪১ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৬ হাজার ৯৩২ জন। ভোটের হার ২১ দশমিক ৬৩ শতাংশ।

নুর মোস্তফা টিনু মিষ্টি কুমড়া প্রতীকে ৭৮৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ব্যাডমিন্টন র‌্যাকেট প্রতীকের মো. আবদুর রউফ পান ৭৭৩ ভোট।

এই নির্বাচনে প্রায় সব প্রার্থী আওয়ামী লীগ সমর্থক হিসেবে পরিচিত। তবে দলের পক্ষ থেকে কাউকে সমর্থন দেওয়া হয়নি।

যুবলীগের কোনো পদে না থেকেও নিজেকে যুবলীগ নেতা হিসেবে পরিচয় দেন টিনু। নগরীর চকবাজার, বাকলিয়া ও পাঁচলাইশ এলাকায় ‘ছিনতাইকারী ও কিশোর অপরাধী চক্র’র নেতা হিসেবে তাকে তুলে ধরে আসছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।

টিনু ২০১৯ সালের ২২ সেপ্টেম্বর নগরীর কাপাসগোলা এলাকার বাসা থেকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার হয়েছিলেন। সে মামলায় তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্রও দেওয়া হয়। পরে জামিনে বের হলেও চলতি বছরের জুন মাসে আদালতের আদেশে তাকে ফের কারাগারে পাঠানো হয়।

২০১৯ সালে গ্রেপ্তারের পর র‌্যাবের পক্ষ থেকে বলা হয়েছিল, টিনুর বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

নগরীর কয়েকটি থানায় তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে।