চট্টগ্রামে অস্ত্রসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকা থেকে যুবলীগকর্মী পরিচয়দানকারী এক ব্যক্তিকে অস্ত্রসহ আটক করেছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Sept 2019, 07:21 PM
Updated : 22 Sept 2019, 07:21 PM

নুর মোস্তফা টিনু নামে ওই ব্যক্তিকে রোববার রাত সাড়ে ১১টার দিকে আটক করে র‌্যাব-৭ এর একটি দল।

রাত সাড়ে ১২টার দিকে র‌্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পের কমান্ডার মেজর মেহেদী হাসান টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চকবাজারের কাপাসগোলা এলাকার নিজ বাসার সামনে থেকে নুর মোস্তফা টিনুকে আটক করা হয়েছে।

“তার কাছ থেকে একটি অবৈধ অস্ত্র পাওয়া গেছে, সেটি একটি পিস্তল। চকবাজার এলাকায় অভিযান এখনও চলছে। পরে আপনাকে বিস্তারিত বলতে পারব।”

ঘটনাস্থলের আশেপাশের বাসিন্দারা জানান, র‌্যাব-৭ এর পাঁচ থেকে ছয়টি গাড়িকে কাপাসগোলা এলাকায় দেখা গেছে।

নুর মোস্তফা টিনু নিজেকে সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমানে যুবলীগকর্মী বলে পরিচয় দেন।

চট্টগ্রামের রাজনীতিতে তিনি সাবেক প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসির অনুসারী হিসেবে পরিচিত।

নগরীর চকবাজার, চট্টগ্রাম কলেজ এবং চান্দগাঁওসহ আশেপাশের এলাকায় নুর মোস্তফা টিনুর প্রভাব বলয় ও অনুসারীরা আছে।