অস্ত্রসহ গ্রেপ্তার টিনু রিমান্ডে

চট্টগ্রামে অস্ত্রসহ র‌্যাবের হাতে গ্রেপ্তার যুবলীগকর্মী পরিচয়দানকারী নুর মোস্তফা টিনুকে এক দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Sept 2019, 12:34 PM
Updated : 26 Sept 2019, 12:34 PM

বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর হাকিম মো. খায়রুল আমীন শুনানি শেষে এ আদেশ দেন।

চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাঁচলাইশ থানার একটি অস্ত্র মামলায় পাঁচ দিনের রিমাণ্ডের আবেদন করা হয়। শুনানি শেষে একদিনের রিমাণ্ড মঞ্জুর করেন আদালত।

২২ সেপ্টেম্বর রাতে নগরীর চকবাজারের কাপাসগোলা এলাকার বাসার সামনে থেকে টিনুকে আটক করে র‌্যাব।

এসময় টিনুর কাছ থেকে একটি বিদেশি পিস্তল এবং তার বাসায় তল্লাশী চালিয়ে একটি শটগান ও গুলি উদ্ধার করে র‌্যাব।

নুর মোস্তফা টিনু নিজেকে সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমানে যুবলীগকর্মী বলে পরিচয় দেন।

চট্টগ্রামের রাজনীতিতে তিনি সাবেক প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসির অনুসারী হিসেবে পরিচিত।

নগরীর চকবাজার, চট্টগ্রাম কলেজ এবং চান্দগাঁওসহ আশেপাশের এলাকায় নুর মোস্তফা টিনুর প্রভাব বলয় ও অনুসারীরা আছে।

গ্রেপ্তারের পর টিনুকে নগরীর চকবাজার এলাকার ‘কিশোর গ্যাং এর গডফাদার’ বলে উল্লেখ করে র‌্যাব-৭।

এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি এবং কিশোর অপরাধী চক্র গড়ে তোলাসহ বিভিন্ন অভিযোগ আছে টিনুর বিরুদ্ধে।