চট্টগ্রামে ‘চোরাই’ ডিজেল ও অকটেনসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামের পতেঙ্গা এলাকা থেকে এক হাজার ৬৫০ লিটার ‘চোরাই’ ডিজেল ও আড়াইশ লিটার অকটেনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 August 2021, 12:53 PM
Updated : 5 August 2021, 12:53 PM

জব্দ করা ওই জ্বালানি তেল বিদেশ থেকে আসা বিভিন্ন জাহাজ থেকে অবৈধভাবে সংগ্রহ করে বিক্রির জন্য মজুদ করা হয়েছিল বলে বৃহস্পতিবার র‌্যাব-৭ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গ্রেপ্তার দুজন হলেন- আলমগীর (৫২) , মো. ইমতিয়াজ (১৯) ও  মো. আলমগীর (৪০)।

র‌্যাব জানিয়েছে, ‘গোপন সংবাদের ভিত্তিতে’ বুধবার পতেঙ্গা থানার দক্ষিণ পাড়ায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা ডিজেল ও অকটেন বের করে দেয়।

এর আগেও বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে র‌্যাব বিপুল পরিমাণ ডিজেল ও অকটেন জব্দ করেছে, যেগুলো বিদেশি জাহাজ থেকে অবৈধ উপায়ে সংগ্রহ করে বিক্রি করা হত বলে র‌্যাবের ভাষ্য।

বুধবার ডিজেল ও অকেটনসহ গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা করা হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।