গ্যাস লাইটার বিস্ফোরণে দগ্ধ পাঁচ

বাসায় আড্ডা দেওয়ার সময় সিগারেটের গ্যাস লাইটার ‘বিস্ফোরণ’ থেকে আগুন লেগে পাঁচজন দগ্ধ হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 May 2021, 05:27 PM
Updated : 15 May 2021, 06:06 PM

বাকলিয়ার ভরা পুকুর পাড় এলাকায় শনিবার রাত সাড়ে আটটার দিকে লিটন নামের এক ব্যক্তির ঘরে বিস্ফোরণের ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

দগ্ধরা হলেন- প্রদীপ দাশ (৫২), মধুসূদন দত্ত (৪৫), যদু বিশ্বাস (৫৫), পংকজ দে (৪০) ও কিশোর কুমার দে (৪২)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

আহতদের স্বজনের বরাতে হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, “তারা ওই বাসায় বসে তাস আড্ডা দিচ্ছিলেন। এসময় একজন সিগারেট ধরাতে গ্যাস লাইটার জ্বালাতে গেলে সেটি বিস্ফোরিত হয়।

“দগ্ধ অবস্থায় তাদের হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে বার্ন ইউনিটে পাঠিয়ে দেন।”

বার্ন ইউনিটের প্রধান ডা. রফিক উদ্দিন আহমেদ জানান, ভর্তি হওয়া সবারই শরীরের ৪০ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত দগ্ধ হয়েছে।

বাকলিয়া থানার ওসি রুহুল আমিন বলেন, “আড্ডা দেয়ার সময় লাইটার দিয়ে সিগারেট ধরাতে গিয়ে বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে বলে জেনেছি। ফায়ার সার্ভিসের পরিদর্শনে বিস্ফোরণের কারণ জানা যাবে।”

দগ্ধদের মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন বলে জানান তিনি।