চট্টগ্রামে পিকে হালদারের বিরুদ্ধে আরেকটি মামলা

প্রতারণার মাধ্যমে একটি পাঁচ তারকা হোটেলের শেয়ার আত্মসাৎ করায় প্রশান্ত কুমার (পিকে) হালদার ও তার চার সহযোগীর বিরুদ্ধে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ৯৩০ কোটি টাকার অর্থ আদায়ে মামলা করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 May 2021, 03:13 PM
Updated : 9 May 2021, 03:13 PM

রোববার চট্টগ্রামের প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ খাইরুল আমীনের আদালতে মামলাটি করেন ক্লইস্টন গ্রুপের মালিক আব্দুল আলিম চৌধুরীর পক্ষে তার কর্মচারী সোয়াইব উর রশীদ।

আদালত অভিযোগ গ্রহণ করে আসামিদেরকে ৩ জুনের মধ্যে হাজির হতে সমন জারি করেছে।

মামলার অন্য আসামিরা হলেন- ঢাকার বনানী এলাকার মো. জাহাঙ্গীর আলম, উত্তরার সিদ্দিকুর রহমান, পি অ্যান্ড এল ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান উজ্জ্বল কুমার নন্দী এবং পিরোজপুরের বাসিন্দা রতন কুমার বিশ্বাস।

এর আগে গত ৪ এপ্রিল ওই হোটেল প্রকল্পের ৭৭ কোটি টাকার শেয়ার হাতিয়ে নেওয়ার অভিযোগে মামলা হয়েছিল এই পাঁচজনের বিরুদ্ধে।

রোববারের মামলার বাদিপক্ষের আইনজীবী মো. রাসেল সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২০১৪ সালে প্রতারণার মাধ্যমে ৭৭ কোটি টাকার শেয়ার হাতিয়ে নেওয়া হয়। এর ফলে গত আট বছরে প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতির পরিমাণ সুদসহ মোট ৯৩০ কোটি টাকা দাঁড়ায়।”

বাদির আরেক আইনজীবী রুবেল পাল বলেন, “বাদির পক্ষে তার প্রতিষ্ঠানের কর্মচারী আমমোক্তারনামা মূলে দেওয়ানি আইনে অর্থ আদায়ের মামলাটি করেছেন। আদালত অভিযোগটি গ্রহণ করে বিবাদীদের বিরুদ্ধে সমন জারি করেছেন।”