করোনাভাইরাস: চট্টগ্রামে রোগী শনাক্তে নতুন রেকর্ড

চট্টগ্রাম জেলায় গত ২৪ ঘণ্টায় ৫৪১ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে, যা এযাবৎ সর্বাধিক। এই সময়ে মারা গেছেন সাতজন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 April 2021, 03:11 PM
Updated : 12 April 2021, 03:11 PM

একদিন আগে শনিবার জেলায় একদিনে সর্বাধিক ৫২৩ জনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। তার আগে ২ এপ্রিল ৫১৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছিল।

১১ দিনের মধ্যে তিনবার শনাক্তের সংখ্যা পাঁচশ ছাড়াল।

সব মিলিয়ে গত ১২ দিনে চট্টগ্রাম জেলায় মোট ৪ হাজার ৮৬৪ জনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হল। এই সময়ে সরকারি হিসেবে করোনাভাইরাস আক্রান্ত ৪১ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত সাত জনের মৃত্যু হয়েছে বলে জেলা সিভিল সার্জন কার্যালয় সোমবার জানিয়েছে। এতে জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৩০ জনে।

এর আগে রোববার নয়জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়, যা করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে একদিনে জেলায় সর্বোচ্চ সংখ্যক মৃত্যু।

চট্টগ্রামের ডেপুটি সিভিল সার্জন ডা. আসিফ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার আগের ২৪ ঘণ্টায় মোট দুই হাজার ৬০৩ জনের নমুনা পরীক্ষা করে ৫৪১ জনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যা নমুনার হিসেবে ২০ শতাংশ। যার মধ্যে ৪৫২ জন নগরীর বাসিন্দা।

এখন পর্যন্ত জেলায় তিন লাখ ৭৬ হাজার ৪৬ জনের কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে।