কোভিড-১৯: চবির সবার চিকিৎসা হবে মা ও শিশু হাসপাতালে

কোভিড-১৯ আক্রান্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক, বর্তমান শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা, কর্মচারীদের চিকিৎসা মিলবে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 June 2020, 04:41 PM
Updated : 21 June 2020, 04:41 PM

রোববার হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এ নিয়ে একটি চুক্তি স্বাক্ষরও হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রচার সম্পাদক মো. শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, করোনাভাইরাস আক্রান্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারের সব সদস্যরা বেসরকারি মা ও শিশু হাসপাতালে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।

“এ জন্য আজকে (রোববার) আমাদের সাথে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে চুক্তি হয়েছে। সেখানে তাদের আমরা অগ্রিম হিসেবে ১৫ লাখ টাকার চেক প্রদান করেছি। বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্য সেখানে চিকিৎসা নেয়ার ক্ষেত্রে অগ্রাধিকারের পাশাপাশি ডিসকাউন্টও পাবে।”

বিশ্ববিদ্যালয় পরিবারের কেউ কোভিড-১৯ আক্রান্ত হলে তাকে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করারও অনুরোধ জানান শাহজাহান।

চট্টগ্রাম ক্লাবে অনুষ্ঠিত এ চুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন, কোষাধ্যক্ষ কাজী মাহমুদ ইমাম বিলু, সহ-দপ্তর সম্পাদক দাউদ আব্দুল্লাহ লিটন, ক্রীড়া সম্পাদক ফেরদৌস বশির, হানিফা নজিদ হেনা, মো. ইউসুফ,মো. শামীম, মিজানুর রহমান।

চবি চিকিৎসা কেন্দ্রকে আধুনিকায়নের উদ্যোগ

শাহজাহান জানান, চবি চিকিৎসা কেন্দ্রকে আইসিইউ সুবিধাসহ আধুনিকায়ন করার জন্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত নিয়েছে।

চিকিৎসা কেন্দ্রে বর্তমানে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। সেখানে যাতে উন্নত চিকিৎসা দেওয়া যায়, সেজন্য সাবেক শিক্ষার্থীরা এ উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি।

এদিকে নগরীর চারুকলা ইনস্টিটিউটে করোনাভাইরাস টেস্টিং বুথ স্থাপনের কথাও জানান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতা শাহজাহান।

তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ে নমুনা পরীক্ষা হচ্ছে। সেজন্য করোনা সংক্রমণের লক্ষণ দেখা দিলে চবি পরিবারের সদস্যরা যাতে ঝামেলামুক্ত ভাবে নমুনা দিতে পারেন সেজন্য নগরীর চারুকলা ইনস্টিউটে বুথ স্থাপনের জন্য আলোচনা চালানো হচ্ছে।”

বুথে সংগ্রহ করা নমুনাগুলো বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে পরীক্ষা করে সহজে ফলাফল জানতে পারবেন সবাই।