চট্টগ্রামে শনাক্ত কোভিড-১৯ রোগী ৪ হাজার ছাড়াল

চট্টগ্রাম জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা চার হাজার ছাড়িয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 June 2020, 07:44 PM
Updated : 7 June 2020, 07:44 PM

রোববার চট্টগ্রামের তিনটি ও কক্সবাজারের একটি ল্যাবে মোট ৬১৬ নমুনা পরীক্ষা করে ১০৬ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী।

ফৌজদারহাটের বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক), চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে এসব নমুনা পরীক্ষা করা হয়।

সব মিলিয়ে চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত করা নমুনা পরীক্ষায় শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৭৩ জনে।

রোববার বিআইটিআইডিতে নমুনা পরীক্ষা হয় ২৮৭টি। এতে মহানগরী এলাকায় ১৪ এবং উপজেলা পর্যায়ের ২৮ জনের সংক্রমণ ধরা পড়ে।

চমেক ল্যাবে ১৫১ নমুনা পরীক্ষায় মহানগরীর ৪১ জনের দেহে সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে।  

সিভাসু ল্যাবে ১৪৮ নমুনা পরীক্ষা করে ২০ জন রোগীর সন্ধান মেলে, এরা সকলেই বিভিন্ন উপজেলার বাসিন্দা।

কক্সবাজার মেডিকেল কলেজে এদিন চট্টগ্রামের ৩০টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে তিনজনের মধ্যে। এরা সকলেই বিভিন্ন উপজেলার।

গত ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম কারও শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। সে হিসেবে ৬৪ দিনে চট্টগ্রাম জেলায় আক্রান্তের সংখ্যা চার হাজার ছাড়াল।

রোববার চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন দুইজন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৯৯ জনে। আর সুস্থ হয়ে এদিন সকাল পর্যন্ত হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন ২৭৪ জন।