চট্টগ্রামে আরও ৫ কোভিড-১৯ রোগী শনাক্ত

চট্টগ্রাম জেলায় নতুন করে আরও পাঁচজনের দেহে নভেল করোনাভাইরাসের অস্তিত্ব মিলেছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 April 2020, 04:08 PM
Updated : 12 April 2020, 04:08 PM

জেলার বাইরে চট্টগ্রাম বিভাগের লক্ষ্মীপুর জেলার এক ব্যক্তির নমুনায়ও করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।

রোববার চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) ল্যাবে ৯৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। 

এদিন সবমিলিয়ে ছয়জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব মেলে বলে জানান চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “৯৬টি নমুনার মধ্যে সাতটিতে করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে। তার মধ্যে একটি লক্ষ্মীপুরের এবং বাকি ছয়জন চট্টগ্রামের। চট্টগ্রামের ছয়টি নমুনার মধ্যে পাঁচটি নতুন এবং একটি পুরনো পজিটিভ হওয়া রোগীর।”

চট্টগ্রামের পটিয়ায় ছয় বছরের এক শিশু, সাতকানিয়ায় ৩২ ও ১৯ বছর বয়েসী দুইজন, নগরীর ফৌজদারহাটের ৪৫ বছর বয়েসী একজন এবং দামপাড়ার ৫৫ বছর বয়েসী একজনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব মেলে।

চট্টগ্রামের বিআইটিআইডিতে এ নিয়ে ৬৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে এ পর্যন্ত ১৬ জন রোগী শনাক্ত হয়েছে। সব মিলিয়ে চট্টগ্রাম জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ এবং লক্ষ্মীপুরে দুজন।

চট্টগ্রামে শনাক্ত রেগীদের মধ্যে একজন মারা গেছেন।