করোনাভাইরাস: চট্টগ্রামে কোরীয় রেস্তোরাঁ সিলগালা, কোয়ারেন্টিনে ৫

নভেল করোনাভাইরাসের জন্য সতর্কতা হিসেবে হোম কোয়ারেন্টিনে থাকা বিদেশির আসা-যাওয়ার কারণে চট্টগ্রামে একটি রেস্তোরাঁকে সিলগালা করে মালিক-কর্মচারীসহ পাঁচজনকে হোম কোয়ারেন্টিনে পাঠিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 March 2020, 09:31 AM
Updated : 25 March 2020, 09:42 AM

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বুধবার সকালে খুলশী ২ নম্বর সড়কের একটি কোরিয়ান রেস্টুরেন্টে  ওই অভিযান চালান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “খুলশী এলাকার ওই রেস্টুরেন্টটি কোরিয়ান নাগরিকের মালিকানাধীন। ওই রেস্টুরেন্টে হোম কোয়ারেন্টিন না মানা এক দক্ষিণ কোরীয় নাগরিকের নিয়মিত আসা-যাওয়া ছিল।

“তাই আজ আমরা রেস্টুরেন্টটি সিলগালা করে দিয়েছি। এর মালিক-ম্যানেজার মা ও ছেলে এবং তিন বাংলাদেশি কর্মচারীকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলেছি।”

আগের দিন ওই এলাকায় বিদেশি নাগরিকদের বাসায় গিয়ে হোম কোয়ারেন্টিন না মেনে কমপক্ষে ২০ জনের অফিসে ও রেস্টেুরেন্টে যাওয়ার প্রমাণ পায় একই ভ্রাম্যমাণ আদালত।

তখন জেলা প্রশাসনের পক্ষ থেকে বিদেশিদের ওই বাড়িগুলোতে লাল পতাকা টানিয়ে রেড স্টিকারও লাগানো হয়।

বুধবার সকাল থেকে স্থানীয় প্রশাসনের সাথে নগরীতে সেনা সদস্যরা টহল দিচ্ছেন বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম।