চট্টগ্রামে লটারিতে এসআই-সার্জেন্টদের পদায়ন

প্রশিক্ষণ শেষে চাকরি স্থায়ী হওয়া ৫০ জন উপ-পরিদর্শক ও সার্জেন্টদের লটারির মাধ্যমে পদায়ন করা হয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশের বিভিন্ন ইউনিটে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Feb 2020, 03:05 PM
Updated : 9 Feb 2020, 03:10 PM

রোববার মহানগর পুলিশ কমিশনার মাহবুবর রহমান লটারির মাধ্যমে এ পদায়ন করেন।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) আবু বক্কর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সরাসরি নিয়োগ, বিভাগীয় পদোন্নতি পাওয়া উপ-পরিদর্শক ও ট্রাফিক সার্জেন্টসহ ৫০ জনকে পদায়নে লটারি করা হয়।

তিনি জানান, সরাসরি নিয়োগ পাওয়া উপ-পরিদর্শক ও সার্জেন্টদের দুই বছরের প্রশিক্ষণ শেষে গত ৬ ফেব্রুয়ারি তারা স্ব-স্ব পদে স্থায়ী হয়েছেন। স্থায়ী হওয়া কর্মকর্তারা নিজ হাতে লটারি তোলেন। সেখানে যার যে ইউনিটের নাম উঠেছে তাদের সেখানে পদায়ন করা হয়েছে।

এদের মধ্যে ২৬ জন ৩৬ ব্যাচের, ২২ জন পদোন্নতি পাওয়া এবং দুইজন সার্জেন্ট রয়েছেন বলে জানান এডিসি বক্কর। 

নাম প্রকাশে অনিচ্ছুক ৩৬ ব্যাচের একজন উপ-পরিদর্শক জানান, স্থায়ী হওয়া ক্যাডেটদের লটারির মাধ্যমে বিভাগ নির্ধারণ করা হয়েছে। পদায়ন হওয়াদের পরবর্তীতে বিভিন্ন থানা ও অফিসের কাজে পদায়ন করবেন সংশ্লিষ্ট বিভাগের উপ-কমিশনার।