চবি ছাত্রীকে মারধরের অভিযোগ বাড়ি মালিকের বিরুদ্ধে

বাসা ছেড়ে দেওয়ার পর জামানতের টাকা ফেরত চাইতে গিয়ে বাড়ির মালিকের মারধরের শিকার হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রী।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Jan 2020, 01:54 PM
Updated : 20 Jan 2020, 01:54 PM

সোমবার ঘটনার পর ওই শিক্ষার্থী বাড়ির মালিকের বিরুদ্ধে হাটহাজারী থানায় অভিযোগ করেছেন।

হাটহাজারী থানার পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটি অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযুক্ত নূরুল ইসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকার ‘নিরিবিলি হাউজের’ মালিক।

মেয়েটির অভিযোগ, গত ডিসেম্বর মাসে বাসা ছেড়ে দেওয়ার পর জামানত চাইলে নূরুল ইসলাম দুই হাজার টাকা পরিশোধ করে বাকি টাকা পরে নেওয়ার কথা বলেন।

“বাকি টাকা চাইতে গেলে তিনি আমাকে অকথ্য ভাষায় গালমন্দ করেন। আমি প্রতিবাদ করলে তিনি আমাকে মারধর করেন। মারধরে আমার শরীরের বিভিন্ন জায়গায় জখম হয়ে ফুলে যায়।”

ওই ছাত্রীর অভিযোগ, মারধর থেকে বাঁচতে জন্য চিৎকার করলে নূরুল ইসলাম তার গলা টিপে ধরেন।

“আশপাশের মানুষ আমাকে উদ্ধার করলে আমি বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসা নিই।”

এ বিষয়ে জানতে নূরুল ইসলামে সাথে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।