বাঁশখালীতে কথিত বন্দুকযুদ্ধে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে কথিত বন্দুকযুদ্ধে র‌্যাবের গুলিতে সন্দেহভাজন এক জলদস্যু নিহত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 March 2019, 05:53 AM
Updated : 25 March 2019, 05:53 AM

সোমবার ভোর রাতে বাঁশখালী উপজেলার ছোট ছনুয়া এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে র‌্যাব-৭ কর্মকর্তা মেজর মেহেদী হাসানের ভাষ্য।

ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধারের কথা বললেও নিহতের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি র‌্যাব।

মেজর মেহেদী হাসান বলেন, ‘একদল জলদস্যু ডাকাতির প্রস্তুতি নিচ্ছে’ খবর পেয়ে র‌্যাবের একটি দল ভোরে ছোট ছনুয়া এলাকায় অভিযানে যায়।

“র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে জলদস্যুরা গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। গোলাগুলি থামার পর সেখানে একজনের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।”

‘জলদস্যুদের’ ওই দলে সাত থেকে আটজন ছিলেন জানিয়ে মেজর মেহেদী হাসান বলেন, একজন নিহত হলে দলের বাকিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে একটি রিভলভার, দুটি শটগান, চারটি ওয়ান শুটার গান ও ২২ রাউন্ড গুলি পাওয়া যায়।