চট্টগ্রামের সীতাকুণ্ডে তেলের ডিপোতে অগ্নিকাণ্ড

চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটে অগ্নিকাণ্ডে পুরাতন ভাঙা জাহাজ থেকে সংগৃহীত তেলের ডিপো এবং নিটল-টাটার সার্ভিসিং সেন্টারের একাংশ পুড়ে গেছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Jan 2019, 09:59 AM
Updated : 16 Jan 2019, 02:44 PM

বুধবার বেলা ২টার দিকে ফৌজদারহাটের আবদুল্লাহঘাটা এলাকায় চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের ডান পাশে অবস্থিত পুরাতন তেলের ডিপোতে আগুন লাগে বলে ফায়ার সার্ভিস জানায়।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আবদুল্লাহঘাটা এলাকায় বিদ্যুৎকেন্দ্রের পাশে অবস্থিত পুরাতন জাহাজ থেকে সংগ্রহ করা তেলের ডিপোর চুল্লীতে আগুন লাগে।

তিনি জানান, ওই ডিপোতে জাহাজ ভাঙা কারখানা থেকে কালো তেল এনে পুড়িয়ে সংগ্রহ করা হয়। এতে বেশকয়েকটি বড় তেলের চুল্লী ছিল।

আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ২৫টি গাড়ি গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনে।

আগুনে ওই ডিপো এবং এর পাশে অবস্থিত নিটল-টাটা মোটর সার্ভিসিং সেন্টার, পাশের কয়েকটি কাঁচা বসত ঘর পুড়ে গেছে।

জসিম বলেন, “ফায়ার সার্ভিসের অক্লান্ত চেষ্টায় পার্শ্ববর্তী বিদ্যুৎকেন্দ্র এবং নিটল-টাটা সার্ভিসিং সেন্টারের বড় অংশ আগুনের হাত থেকে রক্ষা পেয়েছে।”

ওই ডিপোতে বিপুল পরিমাণ দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস কর্মকর্তা জসিম উদ্দিন জানান, আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্তের পর জানা যাবে। এর জন্য একটি কমিটি হবে।