চট্টগ্রামে বিএনপি-জামায়াতের দুই নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে নাশকতার মামলায় জামায়াতে ইসলামী ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Dec 2018, 10:09 AM
Updated : 9 Dec 2018, 10:09 AM
এরা হলেন- জামায়াতে ইসলামীর চকবাজার থানার সাবেক নায়েবে আমির জহির উদ্দিন (৫৮) এবং বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সিকান্দার আলম (৫৩)।

নগরীর বাকলিয়া এলাকা থেকে রোববার ভোররাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাকলিয়া বিএড কলেজ এলাকা থেকে জহির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ২০১৪ সালের নির্বাচন পূর্ববর্তী ও পরবর্তী সময়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নাশকতার ঘটনায় লোহাগাড়া থানায় আটটি মামলা আছে।”

জহির গত সিটি করপোরেশন নির্বাচনে ১৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।

স্বেচ্ছাসেবক দলের নেতা সিকান্দারকে বাকলিয়া নয়া মসজিদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে ওসি প্রণব জানান।

 তার বিরুদ্ধেও বাকলিয়া এলাকায় নাশকতার অভিযোগে মামলা রয়েছে বলে জানান তিনি।