ইডিইউতে ‘অ্যাড মেকিং কনটেস্ট’

চট্টগ্রামের বেসরকারি ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে  ‘অ্যাড মেকিং কনটেস্ট ২০১৮’।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Oct 2018, 04:14 PM
Updated : 8 Oct 2018, 04:14 PM

বিশ্ববিদ্যালয় সেমিনার হলে অনুষ্ঠিত এ আয়োজনের উদ্যোক্তা ছিল বিশ্ববিদ্যালয় বিজনেস স্কুল।

বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘হু সেল ইট বেস্ট’ শিরোনামে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ১২টি দল অংশ নিয়েছে।

প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য ছিল রঙ।

শিক্ষার্থীদের বিজ্ঞাপন তৈরির বিষয়ে নানা রকম নির্দেশনা দেন গ্রামীণফোন চট্টগ্রাম মাকের্টিং হেড আবদুল্লাহ আল নুর। প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করে ‘ফিল্মহাব’ দল।

এতে প্রধান অতিথি ছিলেন ইডিইউর উপাচার্য প্রফেসর মুহাম্মদ সিকান্দার খান। অতিথি হিসেবে আরও ছিলেন এলিট পেইন্টের ডিরেক্টার রাবেজ আহমেদ, জেনারেল ম্যানেজার মুরাদ হোসেন ও মাকেটিং হেড মুকিত চৌধুরী।

বিজনেস স্কুলের ফ্যাকাল্টি মেম্বার রওনক আফরোজের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ইডিইউর প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান, ট্রেজারার অধ্যাপক সামস-উদ-দোহা, বিজনেস ফ্যাকাল্টির ডিন ড. মোহাম্মদ রকিবুল কবির।