হেল্পলাইনে ফোন করে ঠেকানো হল বাল্যবিয়ে

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের হেল্পলাইন ১০৯ এ অভিযোগ করে চট্টগ্রামে একটি বাল্যবিয়ে আটকে দেওয়া হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 August 2018, 03:26 PM
Updated : 11 August 2018, 03:26 PM

শনিবার চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পূর্ব বাজালিয়ায় এলাকায় অষ্টম শ্রেণিপড়ুয়া এক স্কুলছাত্রীর বিয়ের আয়োজন করা হয়। পুলিশ খবর পেয়ে ওই আয়োজন বন্ধ করে দেয়। 

সাতকানিয়া থানার ওসি রফিকুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই স্কুলছাত্রীর সাথে একই উপজেলার পুরাণগড় ইউনিয়নের ফকিরখীল গ্রামের ভুবন দাশের ছেলে তুফান দাশের (২৫) বিয়ের আয়োজন করা হয়েছিল।

এনিয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের হেল্পলাইন ১০৯ নম্বরে ফোন করে অভিযোগ করা হয়েছিল।

ওসি রফিক বলেন, “হেল্পলাইন অফিসারের ফোন ও স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমি দুইপক্ষের সাথে যোগাযোগ করি। পরে থানা থেকে দুই অফিসারকে পাত্র ও পাত্রী পক্ষের বাড়িতে পাঠাই।

“স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য ও গণমাণ্য ব্যক্তিদের নিয়ে দুই পক্ষের সাথে কথা বলে বিয়ে বন্ধ করা হয়।”

ওসি জানান, ওই ছাত্রীর পরিবার মেয়ে সাবালিকা না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার এবং পাত্রপক্ষও তাদের ভুল বুঝতে পেরে মুচলেকা দিয়েছে।

এর আগে গত ১৮ এপ্রিল সাতকানিয়া উপজেলায় একইভাবে একটি বাল্যবিয়ে বন্ধ করেন ওসি রফিকুল।