হেল্পলাইনে ফোন, ঠেকল বাল্য বিয়ে

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের হেল্প লাইনে অভিযোগ দেওয়ার পর চট্টগ্রামে আটকানো গেছে একটি বাল্য বিয়ে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 April 2018, 03:57 PM
Updated : 18 April 2018, 03:57 PM

বুধবার চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নে দশম শ্রেণির ওই ছাত্রীর বিয়ের আয়োজন চলছিল। তবে পুলিশ গিয়ে তা বন্ধ করে দেয়।

সাতকানিয়া থানার ওসি রফিকুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই স্কুল ছাত্রীর সাথে বাঁশখালী উপজেলার সাধনপুরের বাসিন্দা সুকুমার জলদাসের সাথে আগামী ২৯ এপ্রিল বিয়ের তারিখ ঠিক করা হয়েছিল।

“মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের হেল্প লাইন অফিসারের ফোন পেয়ে দুই পক্ষের পক্ষের সাথে কথা বলে বাড়িতে পুলিশ পাঠানো হয়। পরে গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে দুই পক্ষকে বুঝিয়ে সাবালিকা না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার মুচলেকা নেওয়া হয়।”

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের হটলাইন ১০৯ এ ফোন করে নারী ও শিশু নির্যাতনের যে কোনো অভিযোগ জানানো যায়।