চট্টগ্রামের ডিআইজিকে বদলি

পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) এম এম মনির-উজ-জামানকে বদলি করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 July 2018, 04:16 PM
Updated : 2 July 2018, 04:16 PM

মনির-উজ-জামানের বিরুদ্ধে চট্টগ্রামের শিক্ষানবিশ আইনজীবী সমর কৃষ্ণ চৌধুরীকে গ্রেপ্তারে প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ডিআইজি মনির-উজ-জামানের বদলির আদেশ হয়। তাকে পুলিশ সদর দপ্তরে আনা হয়েছে।

একই আদেশে রংপুর রেঞ্জের ডিআইজি মো. খন্দকার গোলাম ফারুককে পাঠানো হয়েছে চট্টগ্রাম রেঞ্জে।

ডিআইজি এম এম মনির-উজ-জামান

চট্টগ্রামের বোয়ালখালীতে জমি নিয়ে বিবদমান একটি পক্ষের ‘প্ররোচনায়’ অন্য পক্ষের ষাটোর্ধ্ব সমর চৌধুরীকে গত ২৭ মে পুলিশ ইয়াবা ও অস্ত্র দিয়ে ফাঁসিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে।

সমর চৌধুরীর মেয়েরা রোববার এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, লন্ডনপ্রবাসী সঞ্জয় দাশের প্ররোচনায় ডিআইজি মনির-উজ-জামানের প্রভাবে গ্রেপ্তার করা হয়েছে তাদের বাবাকে।

সঞ্জয় দাশের সঙ্গে জমি নিয়ে বিরোধ রয়েছে তার কাকা স্বপন দাশের। স্বপনকে সহযোগিতা করায় সমরের উপর সঞ্জয় ক্ষিপ্ত হন বলে দাবি করেছে সমরের পরিবার।