চট্টগ্রামের সেবাকে বিশ্বে তুলে ধরতে চায় রেডিসন

চট্টগ্রামের আতিথেয়তা ও সেবা বিশ্বে তুলে ধরার লক্ষ্য নিয়ে পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু চিটাগাং বে ভিউ কাজ করছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 May 2018, 01:03 PM
Updated : 21 May 2018, 01:19 PM

রোববার সন্ধ্যায় রেডিসনের মোহনা বল রুমে ‘দাওয়াত-ই-ইফতার’ শীর্ষক এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন হোটেলটির মহাব্যবস্থাপক রবিন এডওয়ার্ডস।

চট্টগ্রামের সাংবাদিকদের সম্মানে এই ইফতারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে রবিন এডওয়ার্ডস বলেন, গ্রাহকদের কাছে বিশ্বমানের সেবা পৌঁছে দিয়ে চার বছরে পা রেখেছে রেডিসন ব্লু।

“চট্টগ্রামের আতিথেয়তা ও সেবাকে বিশ্বের কাছে ইতিবাচকভাবে তুলে ধরার চ্যালেঞ্জ নিয়ে রেডিসন কাজ করছে।”

রেডিসনের ব্যবস্থাপনা পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল (অব.) একেএম আখতারুজ্জামান বলেন, “পাঁচ তারকা হোটেলের বিভিন্ন সুযোগ-সুবিধার সাথে নগরবাসীকে আরও সহজে পরিচয় করিয়ে দিতে বিশ্বমানের সেবা দিচ্ছি।

“বাণিজ্যিক উদ্দেশ্যকে গুরুত্ব না দিয়ে গ্রাহকদের আরও ভালো সেবা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

অনুষ্ঠানে চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি কলিম সরওয়ার, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমুদ্দিন শ্যামল ও সাবেক সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, বিএফইউজের যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তীসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।