চট্টগ্রামে ৮ পাসপোর্ট দালাল গ্রেপ্তার

চট্টগ্রামে পাসপোর্ট দালাল চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2017, 12:45 PM
Updated : 19 Nov 2017, 12:45 PM

রোববার দুপুরে পাঁচলাইশ আবাসিক এলাকার একটি বাসা থেকে তাদেরকে গ্রেপ্তারের পাশাপাশি ১৭০টি পাসপোর্ট জব্দ করা হয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) এ এ এম হুমায়ন কবির।

গ্রেপ্তাররা হলেন- প্রদীপ চৌধুরী (৫৫), মো. ওসমান (৪২), কামরুল হাসান (২৬), জসীম (৩০), বিক্রম সিং (২৫), রাশেদ উদ্দিন (২৫), বাবলা সরকার (৪৮) ও আব্দুল মান্নান (৩০)।

হুমায়ন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাসাটিকে দালাল চক্রটি তাদের কার্যালয়ের মতো করে তৈরি করেছে। সেখানে বসে তারা মানুষের কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়ে পাসপোর্টের কাজ করে দেয়।”

অভিযানে বাসাটি থেকে ১৭০টি পাসপোর্ট, বেশকিছু আবেদনপত্র, ভুয়া জন্ম নিবন্ধন সনদও উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।