মাদকের মামলায় একজনের সাত বছরের কারাদণ্ড

দশ হাজার ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের করা মামলায় এক ব্যক্তির সাত বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Sept 2017, 12:45 PM
Updated : 10 Sept 2017, 12:45 PM
রোববার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহে ‍নূর এ রায় দেন।

দণ্ডিত লোকমান হাকিম (৩৮) চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের ফলা হারিয়া গ্রামের মৃত গুরা মিয়ার ছেলে।

লোকমান নগরীর রিয়াজ উদ্দিন বাজার এলাকায় রহমুতুন্নেছা সড়কের মিতালী মার্কেটের তৃতীয় তলায় ভাড়া থাকতেন।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি ফখরুদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১৯ (১) এর ৯ (খ) ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে।

“পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত।”

আসামি লোকমান হাকিম কারাগারে আছেন।

মামলার নথি থেকে জানা যায়, গতবছরের ১৯ জুন দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল লোকমান হাকিমের ভাড়া বাসায় অভিযান চালিয়ে তার বালিশের নিচ থেকে স্কচটেপ মোড়ানো পাঁচটি প্যাকেটে ১০ হাজার ইয়াবা উদ্ধার করে।

ওইদিনই কোতোয়ালি থানায় অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম খান মামলা করেন।

মামলায় গত বছরের ২৪ অক্টোবর অভিযোগ গঠন করা হয়।