চট্টগ্রামে এক ডাকাতের ১০ বছরের দণ্ড

ডাকাতির অভিযোগ প্রমাণিত হওয়ায় এক ব্যক্তিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 August 2017, 01:57 PM
Updated : 21 August 2017, 01:57 PM

সোমবার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত দায়রা জজ তানিয়া কামাল ২০ বছর আগের একটি মামলায় এ রায় দেন।  

দণ্ডপ্রাপ্ত আব্দুল হানিফ রাঙ্গুনিয়ার বাসিন্দা।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) অজয় বোস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হানিফের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন।

মামলার অন্য চার আসামিকে বিচারক খালাস দেন বলেও জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।

মামলার নথিপত্র থেকে জানা যায়, ১৯৯৮ সালের ১৪ মে নগরীর কামাল বাজার গাউসিয়া রাইস মিল থেকে ৮০ বস্তা চাল রাঙ্গুনিয়ার মরিয়ম নগর চৌমুহুনী এলাকার একটি দোকানে নেওয়া হচ্ছিল। পথে উপজেলার পোমরা জিয়া কমপ্লেক্সের সামনে গাছের গুঁড়ি ফেলে ট্রাক আটকে নয় বস্তা চাল এবং ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয় ডাকাতরা।

এ ঘটনায় চালের মালিক দরবেশ হোসেন রাঙ্গুনিয়া থানায় একটি মামলা করেন।

ওই মামলায় ২০০০ সালের ৩১ মে মো. আব্দুল হানিফ, মনসুর আলী, জরিব আলী, নজরুল ইসলাম ও আমির হোসেনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ২০০৩ সালের ১৪ জানুয়ারি আদালতে অভিযোগ গঠন হয়।

রাষ্ট্রপক্ষে পাঁচ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দিল।

দণ্ডপ্রাপ্ত হানিফ আদালতে হাজির হলেও রায় ঘোষণার পর তাকে আর পাওয়া যায়নি বলে জানান অতিরিক্ত পিপি আজয়।