আগামী ২৪ ডিসেম্বর নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে ব্যক্তিগতভাবে বা প্রতিনিধির মাধ্যমে হাজিরা দিয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে গিয়াস উদ্দিনকে।
Published : 21 Dec 2023, 07:45 PM
চট্টগ্রাম-১ আসনের প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিনের প্রধান নির্বাচনী এজেন্ট ‘প্রকাশ্যে টাকা বিতরণ’ করেছেন বলে অভিযোগ পাওয়ার পর এই স্বতন্ত্র প্রার্থীকে কারণ দর্শাতে বলেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।
বৃহস্পতিবার চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও চট্টগ্রামের অর্থ ঋণ আদালতের বিচারক যুগ্ম জেলা জজ মুজাহিদুর রহমান এই কারণ দর্শাও নোটিস দেন বলে আদালতের পেশকার মো. রেজাউল করিম জানান।
নোটিসে বলা হয়, এ বিষয়ে নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে অভিযোগ দিয়েছেন চট্টগ্রাম-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহবুব রহমান রুহেল।
গিয়াস উদ্দিনকে উদ্দেশ করে নোটিসে বলা হয়, “আপনি ১৯ ও ২০ ডিসেম্বর তারিখে নির্বাচনী প্রচারণার সময় মহাসড়কে মিছিলের মাধ্যমে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন এবং আপনার পক্ষে প্রধান নির্বাচনী এজেন্ট নিয়াজ মোর্শেদ এলিট ভোটারদের প্রভাবিত করার উদ্দেশ্যে টাকা বিতরণ করছে। এই কার্যাবলী সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ১০ (ক) ও ১১ (ঙ) বিধিসমূহের লঙ্ঘন।
“তাই আচরণ বিধি লঙ্ঘনের দায়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন বরাবরে কেন সুপারিশ প্রেরণ করা হবে না তা আগামী ২৪ ডিসেম্বর বিকাল ৩টায় নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে ব্যক্তিগত বা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে জানাতে হবে।”
মাহবুব রহমান রুহেল চট্টগ্রাম-১ আসনে বর্তমান এমপি, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ছেলে। মোশাররফ এবার নির্বাচন না করায় তার ছেলেকে নৌকার প্রার্থী করেছে আওয়ামী লীগ। অন্যদিকে দলের মনোনয়ন চেয়েও না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন উত্তর জেলা আওয়ামী লীগ নেতা মো. গিয়াস উদ্দিন।
মাহবুব রহমান রুহেলের অভিযোগের বিষয়ে গিয়াস উদ্দিনের বক্তব্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানতে পারেনি।