হেফাজতের যুগ্ম মহাসচিব মুফতি হারুন ইজহার বলেন, “ফ্যাসিবাদের পেছনে ভারতীয় আধিপত্যবাদের হাত রয়েছে। তারা বাংলাদেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে।”
Published : 02 Dec 2024, 07:11 PM
ভারত ও বাংলাদেশের মধ্যে মধ্যে মসৃণ ও ইতিবাচক কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার আহ্বান জানিয়ে স্মারকলিপি দিয়েছে হেফাজতে ইসলাম।
বাংলাদেশ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ও রাজনীতিবিদদের ‘অপপ্রচারের’ প্রতিবাদে চট্টগ্রামে দেশটির সহকারী হাই কমিশনে পৌঁছে দিতে একটি স্মারকলিপি সোমবার জেলা প্রশাসক ফরিদা খানমের কাছে দিয়েছেন হেফাজত নেতারা।
ওই স্মারকলিপিতে ভারতীয় গণমাধ্যমে যেভাবে বাংলাদেশবিরোধী মিথ্যা ও অতিরঞ্জিত তথ্য প্রচার করা হচ্ছে তা বন্ধ করা, সেদেশের রাজনৈতিক নেতাদের বাংলাদেশ সংক্রান্ত বক্তব্য দেওয়ার ক্ষেত্রে দায়িত্বশীল হওয়া, দেশের অভ্যন্তরে ভারতীয় গোয়েন্দাদের সব ধরনের হস্তক্ষেপ বন্ধ করার দাবি জানিয়ে দুই দেশের মধ্যে মসৃণ ও ইতিবাচক কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার আহ্বান জানানো হয়।
এর আগে নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে সমাবেশে হেফাজতের যুগ্ম মহাসচিব মুফতি হারুন ইজহার বলেন, “গত ১৭ বছর ধরে ফ্যাসিস্ট হাসিনার জগদ্দল পাথর আমাদের ওপর চেপে বসেছিল। রাষ্ট্রীয় প্রতিটি বিভাগকে ধ্বংস করেছিল। ফ্যাসিবাদী শক্তি এখনো ভারতে বসে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত।
“ফ্যাসিবাদের পেছনে ভারতীয় আধিপত্যবাদের হাত রয়েছে। তারা বাংলাদেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। তারা ইসকনকে দিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে মেতে উঠেছে। কিন্তু সাধারণ হিন্দুরা তাদের ফাঁদে পা দেয়নি। আমরা ভারতীয় হাই কমিশনকে বলতে চাই, বাংলাদেশবিরোধী সকল কর্মকাণ্ড বন্ধ করুন। আপনারা আপানাদের রাজনীতিবিদদের মুখে লাগাম লাগান।”
হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আইয়ুব বাবুনগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব মাওলানা নাসির উদ্দিন মনির, মাওলানা মীর ইদ্রিস, কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা কামরুল ইসলাম কাসেমী, মাওলানা নুরুন্নবী প্রমুখ।
সমাবেশ শেষে একটি মিছিল কাজীর দেউরী মোড়ে গিয়ে শেষ হয় এবং হেফাজত নেতারা জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেন।