ছাত্রশিবিরের কারণে সভায় যোগ না দেওয়ার কথা জানিয়েছে ছাত্র ইউনিয়ন
Published : 02 Dec 2024, 08:14 PM
জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালনের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সভায় ছাত্রদল, ছাত্র ইউনিয়নসহ বেশ কয়েকটি সংগঠন যোগ দেয়নি।
কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রোববার বিকালে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষে এ সভার আহবান করে, যা সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলে। সভায় বৈষম্যিবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি উপস্থিত ছিলেন।
সভায় ইসলামী ছাত্র শিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বিপ্লবী ছাত্র পরিষদ, জাতীয় নাগরিক কমিটি, ইসলামী ছাত্র মজলিশ, ইসলামী ছাত্র আন্দোলন, বৈষম্যবিরোধী ছাত্র জনতা ও অধিকার রক্ষা পরিষদসহ আরও কয়েকটি সংগঠন অংশ নেয়।
তবে ছাত্রদল, ছাত্র ইউনিয়ন ছাড়াও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, ছাত্র ফেডারেশনসহ কয়েকটি ছাত্র সংগঠন অংশ নেয়নি।
সভায় অংশ না নেওয়ার বিষয়ে জানতে চাইলে ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় কমিটির সভাপতি সুদীপ্ত চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কেন্দ্রীয়ভাবে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী ছাত্র শিবির কোনো কর্মসূচিতে থাকলে সেখানে আমরা যাব না। সে কারণে ওই সভায় আমরা অংশ নিইনি।”
ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমানের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
ছাত্র ফেডারেশনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার পাঠ চক্র ও রাজনীতি শিক্ষা বিষয়ক সম্পাদক আজাদ হোসেন বলেন, “সভার বিষয়টি জানানো হলেও যে অ্যাপ্রোচে যোগাযোগ করেছে তাতে আন্তরিকতা কম ছিল বলে মনে হয়েছে। তাদের সাথে ৫ অগাস্টের পর থেকে সেভাবে যোগাযোগ ছিল না। কিন্তু আমরাতো তাদের (বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন) সাথে আন্দোলন করেছি।”
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব রিজু লক্ষ্মী বলেন, “আমরা একসাথে আন্দোলন করলেও সভার বিষয়টি আমরা অবগত ছিলাম না।”
কয়েকটি সংগঠনের সভায় যোগ দেওয়ার বিষয়টিকে অন্যরা ভালোভাবে নেয়নি বলে জানিয়েছেন ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মোহাম্মদ ইব্রাহীম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমরা আশা করেছিলাম সকল সংগঠন অন্তত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আসবে। সবাই ঐক্যবদ্ধভাবে রাষ্ট্র সংস্কার ও সকল ষড়যন্ত্র রুখে দিতে আসবে। কিন্তু তারা আসে নি। এটিকে সবাই ভালোভাবে নেয়নি।”