এই সমঝোতা স্মারকের আওতায় সিআইইউর কারিকুলাম উন্নয়নে সহায়তা, স্কলারশিপ, শিক্ষার্থীদের ইন্টার্নশিপ সুবিধা দেওয়া হবে।
Published : 05 Feb 2025, 07:19 PM
শিল্পায়নের সঙ্গে তাল মিলিয়ে যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করতে শিল্পগ্রুপ ইয়ংওয়ান করপোরেশনের সঙ্গে সমঝোতা স্মারক সাক্ষর করেছে চিটাগাং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ)।
বুধবার বিকেলে সিআইইউর ক্যাম্পাসে এই সমঝোতা স্মারক সাক্ষরিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ইয়ংওয়ান করপোরেশনের প্রতিষ্ঠাতা ও সিইও কিহাক সুং অনুষ্ঠানে বলেন, “১৯৭৯ সালে আমি প্রথম বাংলাদেশে আসি। ১৯৮০ সালে প্রথম কারখানার কাজ শুরু করি। ১৯৮৬ সালে চট্টগ্রাম ইপিজেডে আমাদের প্রথম কারখানা শুরু হয়। এখন চট্টগ্রামে আমাদের ৬০ হাজারের বেশি কর্মী।
“সেই শুরুর দিনগুলোতে যারা আমার বন্ধু ছিলেন, তাদের কয়েকজন আজ এখানে উপস্থিত আছেন। তাই সিআইইউর সাথে আমি বেশ স্বচ্ছন্দ। এই এমওইউর আওতায় সিউল ন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থীরা এখানে আসবেন। তাদের সাথে আমাদের সম্পর্ক খুব ভালো।”
শিল্প উদ্যোক্তা কিহাক সুং বলেন, “আমাদের সবচেয়ে বড় ইউনিট এখন চট্টগ্রামের কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনে (কেইপিজেড)। সেখানে ২২ একর জমিতে টেক্সটাইল ও অ্যাপারেল ইনস্টিটিউটের কাজ আগামী দুমাসের মধ্যে শেষ হবে। সেখানে ৬০ হাজার কর্মীকে প্রশিক্ষিত করা সম্ভব হবে।
“সিআইইউর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। আশা করি তাদের সাথে আমাদের বন্ধুত্ব আরো সুদৃঢ় হবে।”
সিআইইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান লুৎফে এম আইয়ুব অনুষ্ঠানে বলেন, “একটি বিশ্ববিদ্যালয় পরবর্তী ধাপে উন্নীত হতে যা প্রয়োজন, তার সবই এই এমওইউতে আছে। অ্যাকাডেমিক উৎকর্ষ বৃদ্ধি এবং শিক্ষার্থীদের শিল্পের সাথে সম্পৃক্ততা বৃদ্ধিতে যা ভূমিকা রাখবে।
“এই যাত্রা কেবল শুরু হলে। আমরা সফল হলে, ইয়ংওয়ান নিশ্চয় আরো প্রস্তাব নিয়ে আসবে। তাদের ধন্যবাদ জানাই এ যাত্রায় আমাদের সঙ্গী করার জন্য। আমরা সফল হবই।”
অন্যদের মধ্যে সিআইইউ’র উপাচার্য অধ্যাপক এম এম নুরুল আবসার ও ট্রাস্টি সৈয়দ মাহমুদুল হক অনুষ্ঠানে বক্তব্য দেন।
ইয়ংওয়ান গ্রুপ বাংলাদেশের এমডি শেখ শাহিনুর রহমান, কোরিয়ান ইপিজেড করপোরেশন বাংলাদেশ লিমিটেডের এমডি মো. শাহজাহান, সিআইইউ’র বোর্ড অব ট্রাস্টিজের সদস্য আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, মির্জা সালমান ইস্পাহানি ও দিলরুবা আহমেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, এই সমঝোতা স্মারকের আওতায় সিআইইউর কারিকুলাম উন্নয়নে সহায়তা, স্কলারশিপ, শিক্ষার্থীদের ইন্টার্নশিপ সুবিধা, সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি ও কোরিয়ার অন্যান্য শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সাথে শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং যৌথ গবেষণাসহ বিভিন্ন সুবিধা দেওয়া হবে।
ইয়ংওয়ান করপোরেশনের পক্ষে সিইও কিহাক সুং এবং সিআইইউর পক্ষে উপাচার্য অধ্যাপক এম এম নুরুল আবসার সমঝোতা স্মারকে সাক্ষর করেন।