মন্দিরের কালীমূর্তির স্বর্ণের তৈরি জিহ্বাটি এখনও পাওয়া যায়নি।
চট্টগ্রামের লোহাগাড়ায় প্রাইভেট কারের তেলের ট্যাংকে ভরে ৩৫ হাজার ইয়াবা পাচারের সময় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, মঙ্গলবার বেলা ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি এলাকায় রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে তল্লাশির সময় ইয়াবার ওই চালান ধরা পড়ে।
গ্রেপ্তার মোহাম্মদ ইসমাইল (৫০) কক্সবাজারের টেকনাফ পৌর এলাকার আবদুস সালামের ছেলে।
আবু তৈয়ব বলেন, গোপন সংবাদ পেয়ে কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশি চালানো হয়। ওই গাড়ির সিটের নিচে তেলের ট্যাংকে বিশেষ কায়দায় লুকানো ৩৫ হাজার ইয়াবা পাওয়া যায়।
এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।