তারা পরস্পরের আত্মীয়।
Published : 25 Nov 2023, 06:00 PM
চট্টগ্রামে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে ফটিকছড়ি উপজেলার বক্তপুর ইউনিয়নের হীরা গাজীর বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
মৃতদের মধ্যে তাবাচ্ছুম আজম তুমুরের বয়স ৮ বছর এবং ওয়াজিহা আক্তার ৬ বছর বয়সী।
ইউপি সদস্য মোবারক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ তুমুরের বাবা আজম খানের মৃত্যুর ৪০ দিন উপলক্ষে বাড়িতে ফাতেহার আয়োজন ছিল। সেখানে ওয়াজিহা বেড়াতে এসেছিল।
“দুপুরে দুইজন বাড়ির সামনে পুকুরে গোসল করত নেমে তলিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
স্থানীয়রা জানিয়েছেন, তুমুরের বড় বোনের ভাশুরের মেয়ে ওয়াজিহা। চল্লিশা উপলক্ষে সে পরিবারের অন্যদের সঙ্গে সেখানে বেড়াতে গিয়েছিল।