ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সহায়তায় বিমানবন্দরে এই সেবা চালু হয়েছে।
Published : 20 Feb 2025, 12:47 AM
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অসুস্থ প্রবাসী যাত্রীদের জন্য চালু হয়েছে অ্যাম্বুলেন্স সুবিধা।
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সহায়তায় বিমানবন্দরে বুধবার এ সেবার উদ্বোধন করেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর।
তিনি বলেন, “মধ্যপ্রাচ্য থেকে চট্টগ্রামে অনেক আন্তর্জাতিক ফ্লাইট আসে। তাই অনেক সময় জরুরি অ্যাম্বুলেন্স সেবার প্রয়োজন হয়। এই বিমানবন্দরে প্রবাসীদের জন্য ব্র্যাক আগে থেকেই কাজ করছে। আমরা তাদের অ্যাম্বুলেন্স সেবার উদ্যোগের জন্য ধন্যবাদ জানাই।”
উদ্বোধন অনুষ্ঠানে ব্র্যাকের সহযোগী পরিচালক (মাইগ্রেশন প্রোগ্রাম ও ইয়ুথ প্ল্যাটফর্ম) শরিফুল ইসলাম হাসান ও বিমানবন্দরের বিশেষ শাখার পুলিশ সুপার কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।
উদ্বোধনের আগে চট্টগ্রামের বোট ক্লাবে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ও ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে সমন্বয় সভা হয়।