বিএনপির রাজনীতি কেবল ক্ষমতার জন্য: নওফেল

“অনেক দুর্যোগ-সংকট গেলেও কোনো কিছুতেই জনগণ বিএনপিকে পাশে পায়নি,” বলেন তিনি।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 March 2023, 02:16 PM
Updated : 19 March 2023, 02:16 PM

বিএনপি যে ‘ক্ষমতার লোভে’ রাজনীতি করে তা জনগণ বুঝে গেছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

তিনি বলেছেন, “আওয়ামী লীগ সাধারণ মানুষের দল। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সর্বদা মানুষকে কিভাবে সাহায্য করা যায়- সেই কথা ভাবেন। তার দেখাদেখি আমাদের দলের সকল নেতাকর্মীরা সর্বদা মানুষের কল্যাণে এগিয়ে আসে।

“যার অংশ হিসেবে আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে আজ প্রায় এক হাজার মানুষের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ করা হচ্ছে। কিন্তু বিএনপি ঠিক তার বিপরীত, তারা শুধু রমজান মাস না, অনেক দুর্যোগ-সংকট গেলেও কোনো কিছুতেই জনগণ বিএনপিকে পাশে পায়নি। তারা ক্ষমতার লোভে রাজনীতি করে এইটা জনগণ বুঝে গেছে।”

রোববার চট্টগ্রাম নগরীর লাভলেইন এলাকায় সহস্রাধিক মানুষকে ইফতার সামগ্রী প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

নওফেল বলেন, “ভোটে আসলে জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করবে, সেইটা বুঝতে পেরে নির্বাচনে না এসে কিভাবে তদবির করে ক্ষমতায় আসা যায়- তারা সেই পথ খুঁজছে। এদের বিষয়ে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে।”

যুবলীগনেতা ফরহাদুল ইসলাম রিন্টুর সভাপতিত্বে অনুস্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, নগর আওয়ামী লীগনেতা ফরিদ মাহমুদ।