বন্দর নগরীতে চতুর্থ দিনের অভিযানে পেঁয়াজ ব্যবসায়ীদের থেকে মোট ৯৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
Published : 12 Dec 2023, 09:49 PM
ক্রয় রশিদ ও মূল্য তালিকা না রেখে চট্টগ্রামে বেশি দামে পেঁয়াজ বিক্রির দায়ে দোকানে দোকানে অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়েছে।
বন্দর নগরীর বেশ কয়েকটি মার্কেটে চতুর্থ দিনের মত মঙ্গলবার জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। অভিযানে ব্যবসায়ীদের থেকে মোট ৯৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
চট্টগ্রামে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগ্রাবাদ চৌমুহুনী কর্ণফুলী মার্কেট, পাহাড়তলী বাজার, ষোলশহর কর্ণফুলী মার্কেট, কাজীর দেউড়ি, রেয়াজউদ্দিন বাজারে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
“অভিযানে মূল্য তালিকা না টাঙানো, অতিরিক্ত দাম রাখা ও চালানের কাগজ দেখাতে না পারার অভিযোগে আটটি মামলায় মোট ৬৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।”
জেলা প্রশাসন জানায়, আগ্রাবাদ চৌমুহনীর কর্ণফুলী মার্কেটে নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম অভিযান পরিচালনা করেন। সেসময় ১২০ টাকার বেশি দামে পেঁয়াজ বিক্রি না করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
পাহাড়তলী বাজারে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা; আটটি মামলার বিপরীতে সেখানে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন তিনি।
ষোলশহর ২ নম্বর গেইট সংলগ্ন কর্ণফুলী বাজারে ক্রয়-বিক্রয় রসিদ সংরক্ষণ না করা ও বেশি দামে পেঁয়াজ বিক্রির দায়ে সাকিব, ফিরোজ স্টোর, আবদুল হাকিম ও খাজা স্টোরকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেন ম্যাজিস্ট্রেট উমর ফারুক।
এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম চাক্তাই বাজারে, খায়রুল ইসলাম রিয়াজউদ্দিন বাজারে ও ফেরদৌস আরা কাজির দেউড়ি বাজারে অভিযান চালিয়ে মোট ২৪ হাজার টাকা জরিমানা আদায় করেন।
অপরদিকে ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর নগরীর কামাল বাজার এলাকায় অভিযান চালায়। বেশি দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে অভিযানে চারটি দোকানে মোট ২৯ হাজার টাকার জরিমানা আদায় করা হয়।
ক্রেতাদের কাছে একেবারে দুই কেজির বেশি পেঁয়াজ বিক্রি না করতেও ব্যবসায়ীদের নির্দেশ দেন জেলা প্রশাসনের কর্মকর্তারা।