চবিতে পরীক্ষা চলাকালে খুলে পড়ল ফলস সিলিং

এ ঘটনায় কেউ আহত হয়নি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 May 2023, 04:05 PM
Updated : 12 May 2023, 04:05 PM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষায় একটি কক্ষের ফলস সিলিং খুলে পড়ার ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি।

শুক্রবার বেলা সোয়া ১২টার দিকে ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের ৫৩৯ নম্বর কক্ষে পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।

পরীক্ষা কেন্দ্রের পরিদর্শক ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের শিক্ষক রুবায়েত হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরীক্ষার শেষের দিকে কক্ষের ছাদে থাকা ফলস সিলিং এর একটি অংশ খুলে পড়েছিল। ফলস সিলিংয়ের সাথে বিদ্যুতের লাইন ছিল। পরে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে সব ঠিক করা হয়।

“ওই কক্ষে ১৩১ জন পরীক্ষার্থী ছিল, তবে কেউ আহত হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক মিনিট সময় লেগেছিল তাই আমরা পরীক্ষার্থীদের ২ মিনিট সময় বাড়িয়ে দিয়েছি।”

এ বিষয়ে প্রক্টর নুরুল আজিম সিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষা শেষ করে ভর্তীচ্ছুরা ঠিকঠাক ভাবে ফিরে যেতে পেরেছে।”