‘বোনের সঙ্গে পরকীয়ার সম্পর্কের জেরে’ বন্ধুকে খুন করে চট্টগ্রামে পালিয়েছিলেন রুম্মান, বলছে পুলিশ।
Published : 08 Oct 2023, 02:20 PM
পিরোজপুরে বন্ধুকে খুন করে চট্টগ্রামে আত্মগোপনে থাকা এক যুবকসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বন্দর নগরীর পাহাড়তলীর হাজীক্যাম্প এলাকা থেকে শনিবার রাতে তাদের গ্রেপ্তারের কথা জানান চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (পশ্চিম) জসীম উদ্দিন।
গ্রেপ্তাররা হলেন- শেখ রুম্মান হোসেন (৩০) ও মাসুম বিল্লাহ (৩৩)।
উপকমিশনার জসীম উদ্দিন বলেন, “রুম্মান পিরোজপুরে তার এক বন্ধুকে খুন করে ঢাকায় গিয়ে মাসুমের কাছে আশ্রয় নিয়েছিল। পেশায় কভার্ড ভ্যান চালক মাসুম তাকে লুকিয়ে রাখার জন্য চট্টগ্রামে নিয়ে আসে।
“হাজী ক্যাম্প এলাকায় পুলিশ দেখে তারা পালানোর চেষ্টা করে। তখন তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে পিরোজপুরে মোবাইল চুরি করে চট্টগ্রামে আত্মগোপনে থাকার কথা জানায়। এরপর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ ও পিরোজপুর জেলা পুলিশের সঙ্গে কথা বলে হত্যাকাণ্ডের বিষয়টি জানা যায়।”
গত শনিবার পিরোজপুরে নেছারাবাদ উপজেলার সমেদয়কাঠি ইউনিয়নের দক্ষিণ শেহাংগল গ্রামের রুম্মান শেখের বাড়ির পাশে খড়ের গাঁদার নিচ থেকে হাসানুর রহমান অপু (৩৫) নামে একজনের লাশ উদ্ধার করা হয়।
অপু ও গ্রেপ্তার রুম্মান একসঙ্গে সুপারির ব্যবসা করতেন। অপু গত ৪ অক্টোবর রুম্মানের সঙ্গে বের হয়ে আর বাড়ি না ফেরায় পরদিন তার স্ত্রী থানায় জিডি করেন।
স্থানীয়দের বরাতে নেছারাবাদ সার্কেলে সহকারী পুলিশ সুপার সাবিহা মেহবুবা জানিয়েছিলেন, রুম্মানের বাড়ির পাশে সুপারি পাড়তে গিয়ে খড়ের গাদা থেকে পচা গন্ধ পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মাটিচাপা দেওয়া অপুর লাশ উদ্ধার করে।
রুম্মানকে জিজ্ঞাসাবাদের বরাতে উপ-কমিশনার জসীম বলেন, “ব্যবসায়ীক সম্পর্কের কারণে রুম্মান ও অপু উভয়ে বাড়িতে আসা-যাওয়া করতেন। আর্থিক লেনদেন ছাড়াও রুম্মানের স্বামী পরিত্যক্ত ও প্রবাস ফেরৎ বোনের সাথে অপুর ‘পরকীয়া’ সম্পর্ক ছিল। বিষয়টি রুম্মানের পরিবারের সদস্যরা মানতে পারেনি।”
অপুকে খুনের পরিকল্পনা করা হয় জানিয়ে তিনি বলেন, “গত ১ অক্টোবর বাড়ির পেছনে খড়ের গাদায় গর্ত করা হয়। ৪ অক্টোবর অপুকে বাসায় ডেকে খাওয়া-দাওয়ার পর রুম্মান তার মা-বোনসহ কয়েকজন মিলে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে তাকে খুন করেন। পরে লাশটি আগে থেকে মাটি চাপা দিয়ে রাখেন।”
আরও পড়ুন-