কক্সবাজারের ‘খোয়াবঅর ট্রেইন'

কণ্ঠ দিয়েছেন শিল্পী আলাউদ্দিন তাহের।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Nov 2023, 06:08 PM
Updated : 10 Nov 2023, 06:08 PM

সমুদ্র শহর কক্সবাজারে রেলপথ উদ্বোধনের আগের দিন ‘খোয়াবঅর ট্রেইন' (স্বপ্নের ট্রেন) শিরোনামে চট্টগ্রামের আঞ্চলিক ভাষার একটি গান ইউটিউবে প্রকাশিত হয়েছে।

সাংবাদিক, ছড়াকার ও লেখক আহসানুল কবির রিটনের লেখা গানটি সুর করেছেন আলাউদ্দিন তাহের। কণ্ঠও দিয়েছেন তিনি।

গানের দৃশ্যায়নে কক্সবাজার পর্যন্ত নবনির্মিত রেলপথ, আইকনিক স্টেশন, প্রথম ট্রেন যাত্রা নিয়ে কক্সবাজারের মানুষের উচ্ছ্বাস এবং রেল লাইন নিয়ে অতীতে হওয়া অপপ্রচারের বিষয়ও উঠে এসেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত ১০২ কিলোমিটার দীর্ঘ সিঙ্গেল লাইন ডুয়েল গেজ রেলপথের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

‘খোয়াবঅর ট্রেইন' শিরোনামের গানটি প্রথম দু'লাইন এ রকম- ‘হক্সবাজার আঁরো বাড়ি জব্বর খুশি লাআর, দইজ্জার চরত রেল যাইবু বঅর ভালা লাআর' (কক্সবাজার মোদের বাড়ি- ভীষণ খুশি লাগছে; সমুদ্র সৈকতে রেল যাবে, খুব ভালো লাগছে)।

চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় এই গানটির রচয়িতা আহসানুল কবির রিটন একটি টেলিভিশন স্টেশনে কর্মরত। এর আগে সাংবাদিক রুবেল খানের অকালপ্রয়াত শিশুকন্যা রাইফাকে নিয়ে রিটনের লেখা ‘কোথায় আছো রাইফা সোনা' গানটি বেশ সাড়া জাগায়।

সাংবাদিকতার পাশাপাশি রিটন সাহিত্যচর্চার সঙ্গেও জড়িত। ইতোমধ্যে তার পাঁচটি বই প্রকাশিত হয়েছে। এর মধ্যে একাত্তরের গেরিলা যোদ্ধাদের আশ্রয়কেন্দ্র নিয়ে রচিত ‘যুদ্ধদিনের আশ্রয়' বইটি চট্টগ্রামের মুক্তিযুদ্ধের ইতিহাসের সংকলন।

খোয়াবঅর ট্রেইন

হক্সবাজার আঁরো বাড়ি জব্বর খুশি লাআর,

দইজ্জার চরত রেল যাইবু বঅর ভালা লাআর।

কি আজগবি হারবার।

ভুডুর গরি চাটগাঁ যাইয়ুম

দইজ্জার তলঅত টানেল চাইয়ুম,

লাডর পোয়া বাস অলারলাই বই ন থাইক্কুম আর।

ও ভাই জব্বর খুশি লাআর,

মিছা হথা হইন্নাঅলরলায় কেনে মুখ দেহার,

হাক্কু পাবলিকে তোয়ার,

হাক্কু এলা কেন লাআর।

বাসঅর ভিতুর লটকি লটকি জনম গেইলগই ভাই,

ডবল ডবল ভাড়া দিলেও শান্তিত নঅ পাই।

এক্কেনা টেরবেটের হইলে বাসঅর চালক হেলপার,

গাড়ির স্টার্ট বন্ধ গরি গইজ্জে হতঅ হারবার।

মনে মনে চিন্তা গইত্তাম হঁত্তে যাইবু হস্ট,

বাসঅত যাইতু বাড়তি খরচ, হইতু সময় নষ্ট।

একেক সমত খোয়াব দেইখতাম একদিন ট্রেইনুত গরি,

আরাম গরি বাড়ি যাইয়ুম আড্ডা মারি মারি।

মনঅর হথা মনত মইজ্জে কেয়য় ন চায় ফিরি,

মানুষর হক মারি বেয়াকে টাইন্নে দামি বিড়ি।

হত নেতা আইলু গেইলু হতঅ মন্ত্রী সরকার,

কেঅয় চিন্তা নঅগরে ভাই আঁরাত্তে কি দরকার।

অবশেষে দুখ বুঝিলু বঙ্গবন্ধুর ঝি,

মনর আশা পুরণ গইজ্জে দরকারি ট্রেইন দি।

যারা হইয়েল রেল দিতুনু ইতারা হন্ডে গেইল,

শেখ হাসিনার বুদ্ধির হাছে মাইজ্জে তারা ফেইল।

খুশি হইয়ে দঅইনর মানুষ, খুশি দেশবাসী,

বেয়াগ্গুনে হঅর তেঁইরে আঁরা বেশি ভালাবাসি।

আজিয়াত্তুন চলন দেশঅর লক্ষ-কোটি মানুষ,

বেয়াকেমিলিউড়াইআঁরাতেঁইরবিজয়য়রফানুস।