কোনো ধরনের নৈরাজ্যমূলক কর্মকাণ্ডের সঙ্গে যাতে কেউ জড়িত হতে না পারে, সেজন্য বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদেরও সজাগ থাকার আহ্বান।
Published : 05 Aug 2024, 09:17 PM
শেখ হাসিনার পতনের পর চট্টগ্রামবাসীকে অভিনন্দন জানিয়ে শান্ত থেকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে মহানগর বিএনপি।
সোমবার সন্ধ্যায় নগর বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমান যুক্ত বিবৃতিতে কোনো ধরনের নৈরাজ্যমূলক কর্মকাণ্ডের সঙ্গে যাতে কেউ জড়িত হতে না পারে, সেজন্য বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদেরও সজাগ থাকার আহ্বান জানান।
বিবৃতিতে বলা হয়, “দেশজুড়ে বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে সারদেশে ছাত্র-জনতা মিলে স্বৈরাচারি দুঃশাসনের বিরুদ্ধে যে অভূতপূর্ব সংগ্রাম গড়ে তুলেছেন, অনেক রক্ত ও ত্যাগতিতিক্ষার বিনিময়ে আজ সেই সংগ্রাম পূর্ণতা পেয়েছে।
“গণরোষের মুখে দীর্ঘ ১৬ বছর ধরে বাংলাদেশের মানুষের ওপর জগদ্দল পাথরের মতো বসে থাকা অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে পার্শ্ববতী দেশে চলে গেছেন। শত, শত ছাত্র জনতার প্রাণের বিনিময়ে বাংলাদেশ আজ আবার নতুন করে স্বাধীন হয়েছে।”
বিবৃতিতে আরও বলা হয়, “চট্টগ্রামের বীর জনতার প্রতি আমাদের আহ্বান, সেনাপ্রধানের ঘোষণার পর আমাদের শান্ত থেকে, সর্বোচ্চ সংযম প্রদর্শন করে ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে। বহু প্রাণের বিনিময়ে এ বিজয় এসেছে। তাই ছাত্র-জনতাকে ধৈর্য ধারণ করতে হবে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে।
“আমরা প্রতিহিংসার রাজনীতি করি না। প্রতিহিংসার রাজনীতিতে আমরা বিশ্বাসও করি না। এ দেশ আমাদের।”