আহতের মধ্যে ১২-১৩ জন ছররা গুলিতে আহত বলে মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন জানান।
Published : 04 Aug 2024, 02:35 PM
চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় আহত ৩০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
আহতের মধ্যে ১২-১৩ জন ছররা গুলিতে আহত বলে মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন জানান।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে অসহযোগ আন্দোলনে ডাক দেওয়া আন্দোলনকারীরা নগরীর নিউ মার্কেট মোড় এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এ সময় তারা আশেপাশের রাস্তায় ব্যারিকেড দিয়ে স্লোগান দিতে শুরু করে।
সাড়ে ১১টার দিকে আন্দোলনকারীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়। বিক্ষোভকারীরা এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেলও ছোড়ে।
পুলিশ আন্দোলনকারীদের লক্ষ্য করে টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
নিউ মার্কেট মোড় এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা অবস্থান নেয়।
পরে পুলিশের ধাওয়ায় নিউ মার্কেট এলাকার আন্দোলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। তাদের মধ্যে একাংশ স্টেশন রোডের দিকে এবং কিছু আন্দোলনকারী রেয়াজুদ্দিন বাজার আমতল এলাকার দিকে চলে যায়।
নগরীর জুবিলি রোড এলাকায় কয়েকটি যানবাহনও ভাংচুরের ঘটনাও ঘটে।